ছবিতে ঈদ জামাত

>

পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে রাজধানীসহ সারা দেশে। আজ সোমবার সকাল আটটা থেকে ঈদের জামাত শুরু হয়। জামাত শেষে মহান আল্লাহর উদ্দেশে পশু কোরবানি করা হয়। পরে সারা দিন ধরে দরিদ্র ও দুস্থদের মধ্যে মাংস বিতরণ চলবে। ছবিতে দেখা যাক ঈদের জামাত।

রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি: হাসান রাজা
রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি: হাসান রাজা
ঈদের নামাজ আদায়ের পর মুসল্লিদের কোলাকুলি। ছবি: হাসান রাজা
নামাজ শেষে শিশুদের কোলাকুলি। ছবি: হাসান রাজা
নামাজ শেষে মোনাজাত করছেন তিনি। ছবি: হাসান রাজা
ঈদগাহের দিকে যাচ্ছেন মুসল্লিরা। ছবি: হাসান রাজা
নামাজ শেষে মোনাজাত। ছবি: হাসান রাজা
বায়তুল মোকাররম মসজিদে যাওয়ার পথে নিরাপত্তাব্যবস্থা ছিল কড়া। ছবি: হাসান রাজা
বায়তুল মোকাররম মসজিদে ঈদের জামাত। ছবি: হাসান রাজা
মোনাজাত করছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর এক সদস্য। ছবি: হাসান রাজা
মোনাজাত করছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর এক সদস্য। ছবি: হাসান রাজা
জাতীয় ঈদগাহে নামাজ শেষে মোনাজাত। ছবি: হাসান রাজা
রাজশাহীর সাগরপাড়ায় নারীদের ঈদের জামাত। সেখানে নামাজ আদায় করেছে এই শিশুটিও। ছবি: সাবিনা ইয়াসমিন।
রাজশাহীর সাগরপাড়ায় নারীদের জামাতে নামাজ আদায় করছেন এই বৃদ্ধা। ছবি: সাবিনা ইয়াসমিন
দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদুল আজহার নামাজ আদায়। ছবি: তাফসিলুল আজিজ
সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে অংশ নিতে হুইলচেয়ারে করে ঈদগাহ ময়দানে আসেন এই প্রবীণ। ছবি: আনিস মাহমুদ
চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ধর্মপ্রাণ মুসলিমসহ আওয়ামী লীগ ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। নামাজ শেষে কোলাকুলি করেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী ও মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। ছবি: জুয়েল শীল