পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব

চ্যাম্পিয়ন মতিঝিল সরকারি বালক, রানার্সআপ ভিকারুননিসা

পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের ঢাকা পর্বের প্রথম বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও কুইজ বিজয়ীদের সঙ্গে অতিথিরা। ছবি: নাসরিন সুলতানা
পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের ঢাকা পর্বের প্রথম বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও কুইজ বিজয়ীদের সঙ্গে অতিথিরা। ছবি: নাসরিন সুলতানা

পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের ঢাকা পর্ব শুরু হয়েছে। আঞ্চলিক পর্যায়ের ঢাকার প্রথম বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় এবং রানার্সআপ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। আজ শনিবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম এবং ইম্পেরিয়াল কলেজের অধ্যক্ষ আরিফ আহমেদ।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আফতাবনগরে ইম্পেরিয়াল কলেজ ক্যাম্পাসে উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকার বিতর্ক উৎসব শুরু হয়। এদিন বিকেলে অংশগ্রহণকারী বিজয়ী বিতার্কিক দলগুলোকে পুরস্কার দেওয়া হয়। রামপুরা অঞ্চলের ৯টি স্কুল এ বিতর্ক উৎসবে অংশ নেয়। উৎসবে বিতর্কের পাশাপাশি শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।

বিতর্ক উৎসবে অংশ নেওয়া স্কুলগুলো হলো ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয়, বেরাইদ মুসলিম হাইস্কুল, বাড্ডা বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড টেকনিক্যাল কলেজ, আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, টিঅ্যান্ডটি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়, মহাখালী, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

‘জনসচেতনতাই পারে সড়কে শৃঙ্খলা ফেরাতে’—ফাইনালে এ বিষয়ের ওপর বিতর্কে অংশ নিয়ে বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়। এ দলের দলনেতা রাফিন আবেদিন সেরা বিতার্কিক নির্বাচিত হয়। দলের বাকি সদস্যরা হলো আলিমীল আহাদ ও তানভীর আহমেদ। রানার্সআপ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ছিল মাইশা বিনতে মিযান (দলনেতা), আলিনা কবির, কাশফিয়া কাওসার চৌধুরী।

চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সাবেক সভাপতি প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক রাশেদুল আলম রাসেল, ন্যাশনাল ডিবেটিং ফেডারেশনের ডিরেক্টর মেহেজাবিন তোরসা, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক ইশরাক রহমান, বাংলাদেশ ডিবেট ওরিয়র্সের সাধারণ সম্পাদক আল মামুন, ডিইউডিএসের সাবেক সহসভাপতি রায়হান ফেরদৌস।

বন্ধুসভা জাতীয় পরিষদের সভাপতি সাইদুজ্জামান রওশন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ঢাকার বিভিন্ন স্কুলে গিয়ে বিতর্ক বিষয়ে কর্মশালা করবে বন্ধুসভা। এ জন্য স্কুলগুলোর পক্ষ থেকে প্রথম আলো বন্ধুসভার সঙ্গে যোগাযোগ করতে হবে।

এর আগে সকালে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন বিতার্কিক ও টেলিভিশন ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, ইম্পেরিয়াল কলেজের অধ্যক্ষ আরিফ আহমেদ, বন্ধুসভা জাতীয় পরিষদের সভাপতি সাইদুজ্জামান রওশন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন ব্যবস্থাপক কবির বকুল।

সারা দেশে ৬৩ জেলায় ৩৫টি অঞ্চলে অনুষ্ঠিত হওয়ার পর এবার ঢাকায় শুরু হলো পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব। এরপর ঢাকায় আরও মোট পাঁচটি বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্য একটি ইংরেজি বিতর্ক।

এরপর ১৫ মার্চ শুক্রবার পুরান ঢাকার স্কুলগুলোকে নিয়ে রাজধানীতে বাংলাবাজার বালিকা উচ্চবিদ্যালয়ে, ১৬ মার্চ শনিবার উত্তরা এলাকার স্কুলগুলোকে নিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, ২৩ মার্চ শনিবার ধানমন্ডি ও ফার্মগেট এলাকার স্কুলগুলোকে নিয়ে রাজধানীর লালমাটিয়া উচ্চবিদ্যালয়ে এবং ২৯ মার্চ শুক্রবার মিরপুর এলাকার স্কুলগুলোকে নিয়ে মনিপুর উচ্চবিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঢাকার সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি বিতর্ক অনুষ্ঠিত হবে। এ উৎসবের তারিখ প্রথম আলোর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিতর্ক উৎসবে বিতর্কের পাশাপাশি কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাকা পর্ব শেষে দেশের সব অঞ্চলের বিজয়ীদের নিয়ে রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজে সারা দেশে ও ঢাকার সব অঞ্চলের বিজয়ীদের নিয়ে জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবের সম্ভাব্য তারিখ আগামী ৫ এপ্রিল।