চুয়াডাঙ্গা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা থানার পুলিশ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তবে হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। ঢাকাগামী রয়েল এক্সপ্রেস নামের বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক এবং আলমসাধু ও ব্যাটারিচালিত রিকশাভ্যানের এসব যাত্রী হতাহত হন।