চা-শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সরকারের মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) চা-বাগানের শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। গতকাল মঙ্গলবার সকালে তাঁরা কাজে যোগ দিয়েছেন।
চা-বাগানের মালিকপক্ষ ও চা-শ্রমিক ইউনিয়নের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী প্রাপ্য উৎসব ভাতার দাবিতে গত সোমবার সকাল থেকে দুটি ফাঁড়িসহ এনটিসির সাতটি বাগানের চা-শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। ওই দিনই চা-বাগান ব্যবস্থাপক ও চা-শ্রমিক ইউনিয়ন নেতাদের মধ্যে গভীর রাত পর্যন্ত চলা বৈঠকে এ নিয়ে সমঝোতা হয়।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালির (অঞ্চলের) কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা বলেন, সোমবার এনটিসির কুরমা, পাত্রখোলা, চাম্পারায়, মাধবপুর, মদনমোহনপুর চা-বাগান এবং ফাঁড়ি পদ্মছড়া ও বাঘাছড়া চা-বাগানের প্রায় ছয় হাজার শ্রমিক উৎসব ভাতার দাবিতে কর্মবিরতি শুরু করেন।
এ নিয়ে ধলই ভ্যালি ক্লাবে এনটিসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম), প্রধান পাঁচটি চা-বাগানের ব্যবস্থাপকসহ কর্মকর্তারা চা-শ্রমিক ইউনিয়নের নেতা ও আন্দোলনকারী চা-শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে আপাতত উৎসব ভাতার একটি অংশ শ্রমিকদের দেওয়ার সিদ্ধান্ত হয়। এর বাকি অংশ আগামী ৩ নভেম্বর দেওয়ার ঘোষণা দেওয়া হয়।