অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে খাগড়াছড়ি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক পেলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ভূঁইয়া। তিনি সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার ভাতিজা।
এর আগে খাগড়াছড়িতে বিএনপির একক প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়। পরে বিকল্প প্রার্থী হিসেবে ওয়াদুদ ভূঁইয়ার বড় ভাই মো. সাহাব উদ্দিন ভূঁইয়ার ছেলে শহিদুল ইসলাম ভূঁইয়া ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সমীরণ দেওয়ানকেও মনোনয়ন দেয় বিএনপি।
তবে ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের আপিলেও বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল হলে খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীক কে পাচ্ছেন এই নিয়ে শুরু হয় আলোচনা।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা ও সাংগঠনিক সম্পাদক এম এন আবছার বলেন, ওয়াদুদ ভূঁইয়ার বিকল্প হিসেবে তাঁর ভাতিজা শহিদুল ইসলাম তরুণ জনপ্রতিনিধি হিসেবে খাগড়াছড়িতে বিএনপির উপযুক্ত প্রার্থী।
এ ব্যাপারে জানতে চাইলে মো. শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ভোট যদি অবাধ ও সুষ্ঠুভাবে হয় এবং প্রশাসন সহযোগিতা করে তাহলে তিনি বিজয়ী হবেন।