চলনবিলে বিদায়ী শরৎ

>শরৎ বিদায় নিতে শুরু করেছে। আসছে মিঠে হেমন্ত। পানি থই থই চলনবিলের বিস্তীর্ণ এলাকাজুড়ে এখন সবুজ ধানের খেত। কিছুদিন পরই পাকা ধানে ভরে উঠবে বিলের শুকনা জমি। এখনো বিলজুড়ে রয়েছে বিস্তীর্ণ জলরাশি। আছে মাছ ধরা আর নৌকা ভ্রমণের চিরচেনা দৃশ্য।
জাল ফেলে মৎস্যজীবী বসে আছেন নৌকায়
জাল ফেলে মৎস্যজীবী বসে আছেন নৌকায়
সাঁঝের মায়ায় ছইওয়ালা নাও
বিলের বুকে বেদনার রং নিয়ে নেমেছে গোধূলি
চারদিকে শুধু সবুজ আর সবুজ
একলা এক জলচর পাখি
বিলের ওপর দিয়ে উড়ে যাচ্ছে এক জলচর পাখি
বিলে মাছ ধরার ফাঁদ স্থাপনের প্রস্তুতি
চলছে মাছ শিকার
গোধূলিবেলায় নৌকা ভরে ফিরছে মানুষ