চট্টগ্রাম বন্দরে আজ মঙ্গলবার দুপুরে পুরোনো একটি কনটেইনার থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা গেছে। এতে ওই এলাকায় আতঙ্ক তৈরি হয়। কনটেইনারটি সরিয়ে নেওয়ার পর ধোঁয়া নির্গমন বন্ধ হয়ে যায়।
কনটেইনারে কী ছিল জানতে চাইলে বন্দরের সচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘কনটেইনারের পণ্য অনেক আগে আমদানি করা হয়েছিল। কনটেইনারে অ্যাসিড থাকতে পারে।’
পুরোনো ও জরাজীর্ণ কনটেইনারগুলো এমনিতেই বন্দরের একপাশে রাখা ছিল বলে জানান বন্দর সচিব ওমর ফারুক। দ্রুত বন্দরের যন্ত্র দিয়ে কনটেইনারটি আলাদা করে সরিয়ে রাখা হয়। এর আগেই ধোঁয়া নির্গমন বন্ধ হয়ে যায় বলেও জানান তিনি।
গত শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ দুপুরে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম। আজ দুজনের লাশের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার করা লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩।