চট্টগ্রামে শীতকালীন আয়কর মেলা শুরু

আয়করদাতাদের সুবিধার্থে চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী শীতকালীন আয়কর মেলা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের আগ্রাবাদ সরকারি কার্যভবন-২ সংলগ্ন মাঠে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। মেলা কাল শনিবার পর্যন্ত চলবে।
চট্টগ্রাম আয়কর বিভাগের যুগ্ম কমিশনার ও শীতকালীন আয়কর মেলার তথ্য ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. মাসুদ রানা জানান, করদাতাদের অনুরোধে প্রথমবারের মতো চট্টগ্রামে শীতকালীন আয়কর মেলার আয়োজন করা হয়েছে। মেলার প্রথম দিনই ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রথম দিন ২ হাজার ৬৩৫ জন ব্যক্তি আয়কর রিটার্ন দাখিল করেছেন। আদায় করা হয়েছে ১ কোটি ২ লাখ ১২ হাজার ২৮৬ টাকা। নতুন ই-টিআইএন (করদাতা শনাক্তকারী নম্বর) নিয়েছেন ৯৮ জন।
শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় মেলায় করদাতাদের সংখ্যা আরও বাড়বে বলে আশা করেন মাসুদ রানা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। মেলায় প্রত্যেক কর অঞ্চলের জন্য আলাদা বুথ রাখা হয়েছে।