চট্টগ্রামে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন প্রায় ২০০ জন।
গতকাল রোববার চট্টগ্রামে নতুন করে ২৯২ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়। এ নিয়ে সরকারি হিসাবে চট্টগ্রামে মোট সংক্রমিত ১০ হাজার ১৮০ জন।
সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৫৭ জন মহানগর এলাকার। অন্যরা বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৯৫ জন। তাঁদের মধ্যে ১৩৮ জন চট্টগ্রাম নগরের।
বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রামে গত এক মাসেই সংক্রমিত হয়েছেন সাড়ে ৬ হাজার মানুষ। শেষ ১৫ দিনে সংক্রমিত হন ৪ হাজারের বেশি মানুষ।
চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, এখন নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। তাই শনাক্তের সংখ্যাও বাড়ছে। তবে সংক্রমিতের হার আগের চেয়ে কমে এসেছে। গড় ২৭ শতাংশ সংক্রমিত হলেও এক সপ্তাহ ধরে তা ২১ শতাংশের মতো চলছে।
চট্টগ্রামে গত ৩ এপ্রিল প্রথম করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়। গত ৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনায় এক ব্যক্তি মারা যান। প্রায় এক মাস পর গত ৫ মে চট্টগ্রােম করোনা রোগী ছিল মোট ১২৯ জন। করোনায় মারা যান ৮ জন।
গত ৫ জুন সংক্রমিত মানুষের মোট সংখ্যা ছিল ৩ হাজার ৬৬৬। মোট মৃত মানুষের সংখ্যা ছিল ৮৯।
গত ২০ জুন মোট সংক্রমিত ছিল ৬ হাজার ৯৪ জন। মৃত্যুর সংখ্যা ছিল ১৩৯।