খড়িমাটি: ৩৫ কবির কবিতা পাঠের আসর, সন্ধ্যা ছয়টায়, থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারিতে।
বিস্তার আর্ট কমপ্লেক্স: ‘শো দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু, সন্ধ্যা ছয়টা, মেহেদীবাগের বিস্তার গ্যালারিতে।
নান্দনিক: ‘বাসযোগ্য থাকুক প্রিয় চট্টগ্রাম’ শিরোনামে দুই দিনব্যাপী নান্দনিক চট্টগ্রাম সম্মেলন শুরু, সকাল ১০টায়, চিটাগাং ক্লাব মিলনায়তনে।
প্রকৃতি: ত্রৈমাসিক পত্রিকা প্রকৃতির প্রকাশনা উৎসব, বিকেল চারটায়, চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।
সাসটেইন ব্যান্ড: পাইরেসির বিরুদ্ধে নির্মিত তথ্যচিত্র আ ব্যান্ডস স্টোরির প্রদর্শনী, বিকেল চারটা, পাঁচটা, সন্ধ্যা ছয়টা ও সাতটায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ): জনসভা, বেলা তিনটায়, লালদীঘি ময়দান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি: ৮২-র ব্যাচের পুনর্মিলনী, বিকেল পাঁচটায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে।