চট্টগ্রাম নগরের হালিশহরে আগুনে পুড়ে দুই ব্যক্তি মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে বড়পোল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন সোহেল (৩৫) ও জাকির (৩৫)। এ ঘটনায় কবির নামের একজন দগ্ধ হয়ে চিকিৎসাধীন। সোহেলের বাড়ি কুমিল্লার চান্দিনায়। জাকিরের বাড়ি চাঁদপুরের কচুয়ায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, রাত ১টা ২৫ মিনিটে তারা ওই আগুন লাগার সংবাদ পায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ছয়টি গাড়ি নিয়ে যায় ফায়ার সার্ভিস। এক ঘণ্টা ১০ মিনিটে তারা আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ছয়টি কাঁচা দোকান ও কয়েকটি ভাড়া বাসা পুড়ে যায়। পরে দগ্ধ অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধ হয়ে আহত কবির হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমদ বলেন, আগুন লাগার পর ঘর থেকে বের হতে পারেনি হতাহত ব্যক্তিরা। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।