চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত অন্তত আটজন।
আজ রোববার সকাল আটটার দিকে পটিয়ায় ভাইয়ের দিঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ সৌমেন বড়ুয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
প্রথম আলোর হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ৭০৯ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল অন্তত ৬ হাজার ৯৫।
পটিয়ায় নিহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাঁরা সবাই মাইক্রোবাসের আরোহী ছিলেন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার খবর পেয়েই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থল থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পটিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (টিআই) এ বি এম মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ঘটনাস্থলে রয়েছে। মাইক্রোবাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।