ঘুষ গ্রহণের দায়ে ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেনকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় জাহাঙ্গীর আলম চৌধুরীকে খালাস দেওয়া হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত-৯–এর বিচারক শেখ হাফিজুর রহমান আজ মঙ্গলবার এ রায় দেন। রায় ঘোষণার পর আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের পক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফাতেমা খানম।
ঘুষ গ্রহণের অভিযোগে ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন ও ঘুষদাতা জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে ২০১৬ সালের ৪ আগস্ট মতিঝিল থানায় মামলা করে দুদক। মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি আনোয়ার ও জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক।
দুদকের পিপি ফাতেমা খানম জানান, ২০১০ সালে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তখন ওই পদের জন্য আবেদন করেছিলেন মামলার আসামি জাহাঙ্গীর আলম চৌধুরী। লিখিত পরীক্ষায় জাহাঙ্গীর উত্তীর্ণ হন। পরে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালকের ব্যক্তিগত সহকারী ওমর আলীর সঙ্গে যোগাযোগ করেন। ওমরের পরামর্শে জাহাঙ্গীর ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারের সঙ্গে যোগাযোগ করেন।
পিপি ফাতেমা খানম জানান, সাত লাখ টাকা দিলে চাকরি হবে, আনোয়ার জাহাঙ্গীরকে এমন আশ্বাস দেন। পরে জাহাঙ্গীর আনোয়ারকে সাত লাখ টাকা দিলেও জাহাঙ্গীরের চাকরি হয়নি। তখন জাহাঙ্গীর আনোয়ারের কাছে টাকা চান। একপর্যায়ে ২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর ওমর আলীর মাধ্যমে আনোয়ার জাহাঙ্গীরকে ব্যাংকের মাধ্যমে ১ লাখ টাকা পরিশোধ করেন। বাকি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন আসামিরা।