গ্যাস দুর্ঘটনা রোধে যা করবেন

প্রায়ই গ্যাসের পাইপলাইন ও চুলার সংযোগ থেকে গ্যাস বের হয়ে অগ্নি দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনা থেকে রক্ষা পেতে বেশ কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহসহ দেশের ১৪টি জেলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস সরবরাহ করে। সম্প্রতি গ্যাস দুর্ঘটনা রোধে কিছু পরামর্শ দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তাঁর ফেসবুকে পোস্ট দেন।

গ্যাস দুর্ঘটনা রোধে যা করবেন
বাসাবাড়ির গ্যাস দুর্ঘটনা রোধে রান্নাঘরে সার্বক্ষণিক বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। তাহলে রান্নাঘরে যদি গ্যাস নির্গতও হয়, তবে তা  বাতাসের মাধ্যমে ঘর থেকে বেরিয়ে যাবে। যদি আপনার রান্নাঘরের জানালা-দরজা বন্ধ থাকে, তবে দরজা-জানালা খোলার অন্তত ১০ থেকে ১৫ মিনিট পর চুলা জ্বালাবেন এবং বৈদ্যুতিক সুইচ অন করুন।

যদি গ্যাসের গন্ধ পান, তাহলে কোনোভাবেই চুলা জ্বালাবেন না এবং  বৈদ্যুতিক বাতির সুইচ অন করবেন না।

প্রতিবার রান্না শেষে চুলা বন্ধ রাখুন। নিয়মিত গ্যাসলাইন ও চুলার ছিদ্র পরীক্ষা করুন।

আপনার বাসায় ও আশপাশে গ্যাস বের হওয়া চিহ্নিত করার সঙ্গে সঙ্গে তিতাস গ্যাসের সঙ্গে যোগাযোগ করুন।

জরুরি গ্যাস নিয়ন্ত্রণ বিভাগ

০২-৫৫০১২২৫৩
জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখা- উত্তর
ব্যবস্থাপক: ০২-৫৫০৪৫১৩৩

জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখা- দক্ষিণ
ব্যবস্থাপক: ০২-৯৫৬৩৬৭০

জরুরি অভিযোগ কেন্দ্র- গুলশান
টেলিফোন : ০২-৫৫০৪৫১১৩, ০২-৫৫০৪৫১১৪
মোবাইল: ০১৯৫৫-৫০০৪৯৭, ০১৯৫৫-৫০০৪৯৮
জরুরি অভিযোগ কেন্দ্র-মতিঝিল
টেলিফোন : ০২-৯৫৬৩৬৬৭, ০২-৯৫৬৩৬৬৮
মোবাইল: ০১৯৫৫-৫০০৪৯৯, ০১৯৫৫-৫০০৫০০
ধানমন্ডি টিম: ০১৯৫৫-৫০০১৯৪
মতিঝিল টিম: ০১৯৫৫৫০০১৮৮-৮৯
গুলশান টিম: ০১৯৫৫-৫০০১৯২
পোস্তগোলা টিম: ০১৯৫৫৫০০১৯০-৯১
মিরপুর টিম: ০১৯৫৫-৫০০১৯৩
উত্তরা টিম: ০১৯৫৫-৫০০১৯৫

এ ছাড়া তিতাস গ্যাসের কল সেন্টারের ১৬৪৯৬ ফোন করতে পারেন।