রাজধানীর গেন্ডারিয়ায় ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর আনুমানিক বয়স ৫৫ বছর।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) শামীম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রাতে ট্রাকের চাপায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাত সাড়ে তিনটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।