রাজধানীর গুলিস্তানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুই টার দিকে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের কাছে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কামাল (৩৫)। পুলিশের দাবি, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন।
বন্দুকযুদ্ধের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলী। তিনি জানান, একদল মাদক ব্যবসায়ীর মাদক কেনাবেচার তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী কামাল বলে শনাক্ত করা হয়। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
এসআই জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে।