গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় মিনিস্টার ফ্রিজ কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে এ আগুন লাগে। সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের টঙ্গী, জয়দেবপুর ও উত্তরার পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. মামুনুর রশীদ জানান, ছয়তলা ভবনের মিনিস্টার কারখানার ষষ্ঠতলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।