গাজীপুরের নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। এবারের ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করতে জাপান থেকে এসেছেন নারায়ণকুল ড্রিম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা জাপানের পার্লামেন্ট ডায়েটের সদস্য মিকি ওয়াতানাবে। এ জন্য শিক্ষার্থীদের মধ্যে ভিন্ন এক অনুভূতি লক্ষ করা গেছে।
গতকাল শুক্রবার ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার ইভেন্টের মধ্যে ছিল হার্ডেল রেস, হর্স ব্যাটেল, রোপ পুলিং, সাইক্লোন রেস এবং বিগ বল পাস।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তৃব্য এবং উৎসবের উদ্বোধন ঘোষণা করেন মিকি ওয়াতানাবে। অনুষ্ঠান বাংলাদেশ, জাপান ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করা হয়। ক্রীড়া অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের নিয়ে তৈরি করা ছয়টি টিমের দলবদ্ধ পারফরমেন্স। নিজস্ব জার্সি পরে থান্ডার, শ্যাডো, ব্লিজারড, ওশান, ফরেস্ট ও ফ্লেম দল আপ্রাণ চেষ্টা করেছে নিজের দলকে জেতানোর জন্য। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফরেস্ট টিম। চ্যাম্পিয়ন টিমের নাম ঘোষণা এবং অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাৎসুশি ফুরুসাওয়া।
জাপান–বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জাপানের পার্লামেন্ট সদস্য এবং নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মিকি ওয়াতানাবে।