চুয়াডাঙ্গা পৌর এলাকায় খাওয়ানোর সময় গলায় সুজি আটকে ছয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সাদেক আলী মল্লিক পাড়ায় এ ঘটনা ঘটে।
শিশুটির নাম শেখ আমির হামজা। সে সাদেক আলী মল্লিক পাড়ার শেখ মোহাম্মদ মামুনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রাত আটটার দিকে মা রেখা বেগম শিশুটিকে সুজি খাওয়াচ্ছিলেন। খাওয়ানোর সময় গলার ভেতরে শ্বাসনালিতে সুজি আটকে যায়। দ্রুত শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কানিজ নাঈমা।