গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র্যাপিড টেস্টিং কিট দিয়ে পরীক্ষার পর চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তাঁর নমুনা পরীক্ষার ফলও পজিটিভ আসে।
জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবন করা কিট দিয়ে জাফরুল্লাহ চৌধুরী নিজের নমুনা পরীক্ষা করিয়ে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। সে অনুযায়ী তিনি বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।|
গত ২৬ মে বিএসএমএমইউতে জাফরুল্লাহ চৌধুরীর নমুনা নেওয়া হয়। আজ বিএসএমএমইউ থেকে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। জাহাঙ্গীর আলম জানান, এতে প্রমাণিত গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট করোনা শনাক্তকরণে শতভাগ কার্যকরী। স্বাস্থ্যসেবার স্বার্থে দ্রুত গণস্বাস্থ্যের আবিস্কৃত কিট ব্যবহারের অনুমতি দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের এই কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য ১৩ মে বিএসএমএমইউতে কিট দেওয়া হয়। তবে এখনো কোনো ফলাফল তাদের জানানো হয়নি।