মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গাড়ি উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন মো. কাফি (৩৫), আলম বাদশা (২৫), মো. হোসেন (৪৮)। তাঁরা সবাই ওই উল্টে যাওয়া গাড়ির যাত্রী ছিলেন। নিহত তিনজন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বাসিন্দা। তাঁরা মহেশখালী পাওয়ার প্ল্যান্টের শ্রমিক ছিলেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গজারিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. নাসির উদ্দিন মজুমদার প্রথম আলোকে জানান, সকালে একটি মাইক্রোবাসে করে মহেশখালী থেকে শ্রমিকেরা ঢাকার দিকে যাচ্ছিলেন। গাড়িটি দাউদকান্দি সেতু থেকে নামার পর নিয়ন্ত্রণ হারায়। পরে গাড়িটি গজারিয়ার পাখির মোড় এলাকায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। নিহত তিনজনের লাশ গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।