খেলনার গ্রাম খোলাস। গ্রামটিতে শতাধিক পরিবার খেলনা তৈরির কাজের সঙ্গে যুক্ত। বৈশাখী মেলায় এসব খেলনা বিক্রি হয়। গ্রামটি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অবস্থিত।
বৈশাখী মেলার জন্য টরটরি খেলনা তৈরি করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানের বৈশাখী মেলায় এসব খেলনা বিক্রি করা হবে।বাড়ির উঠানে টরটরি গাড়ি তৈরির খুলি (মাটির তৈরি ঢাকনা)গামলায় তুলছেন এক কিশোরী।বাড়ির উঠানে টরটরি গাড়ি তৈরি করছেন এক বৃদ্ধা। দেশের বিভিন্ন স্থানের বৈশাখী মেলায় এসব খেলনা বিক্রি করা হবে।বাড়ির উঠানে টরটরি খেলনা তৈরি করছেন আফজাল হোসেন দম্পতি।৭০ বছর বয়সী আফজাল হোসেন ফকির খেলনা তৈরি করে জীবিকা নির্বাহ করেন।