খুলনায় এক দিনে সর্বোচ্চ ৪৫ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি: রয়টার্স
প্রতীকী ছবি: রয়টার্স

খুলনা জেলায় এক দিনে সর্বোচ্চ ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮৭। শনিবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার জেলায় ৪০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত খুলনা জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩৮৭ জনের। এর মধ্যে ৫১ জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন ৪ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন ৬৯ জন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ বলেন, শনিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ১২৪টি। পরীক্ষা করা মোট নমুনার মধ্যে পজিটিভ পাওয়া গেছে ৮০টি। আর খুলনা জেলায় পজিটিভ শনাক্ত হয় ৪৫ জনের।

খুলনার সিভিল সার্জন সুজাত আহমেদ বলেন, প্রতিনিয়ত খুলনায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তবু মানুষের মধ্যে সচেতনতা দেখা যাচ্ছে না। অকারণে অনেকে বাইরে ঘোরাঘুরি করছেন। এতে মানুষ আরও বেশি সংক্রমিত হচ্ছেন।

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল খুলনা মহানগর এলাকায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ২১ এপ্রিল।