বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলবে কি না তা জানা যাবে কাল সোমবার। আজ রোববার এ বিষয়ে শুনানি শেষে কাল রায়ের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ খালেদার অনুপস্থিতিতে মামলা চলতে বাধা নেই বলে আদেশ দেন। বিএনপির চেয়ারপারসন এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন।
আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলার শুনানির পর কাল আদেশের জন্য দিন ধার্য করা হয়।
শুনানির পর খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবদিন সাংবাদিকদের বলেন, তাঁরা আশা করছেন সর্বোচ্চ আদালতে সুবিচার পাবেন। অন্যদিকে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, হাইকোর্টের মতো আপিল বিভাগেও এটি খারিজ হবে বলে তিনি আশা করছেন।
বিচারিক আদালতে খালেদা জিয়া আসতে অনীহা প্রকাশ করায় এই মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতেই আদালত রায়ের দিন ধার্য করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ৫ বছরের সাজা হয়েছে। সাজার পর উচ্চ আদালত থেকে জামিন নিলেও অন্য মামলায় তিনি গ্রেপ্তার আছেন। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে বন্দী আছেন।