দিনাজপুরের খানসামা উপজেলায় টেকসই উন্নয়নে বেকার যুবকদের আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে খানসামা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম।
উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর হেলেনা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অরুণ কুমার বিশ্বাস, ক্রেডিট কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রশিক্ষক সাদ্দাম হোসেন প্রমুখ।