ক্যাম্পাসজুড়ে নির্বাচনী প্রস্তুতি

কাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। ক্যাম্পাসজুড়ে চলছে নির্বাচনী প্রস্তুতি। ক্যাম্পাসের সর্বশেষ প্রস্তুতির চিত্র।

রাজু ভাস্কর্য ঘিরে নির্বাচনী ব্যানার
রাজু ভাস্কর্য ঘিরে নির্বাচনী ব্যানার
নির্বাচনের আগের দিন টিএসসি এলাকা।
ভোট গ্রহণের সময় বাড়ানো, পোলিং এজেন্ট দেওয়ার সুযোগ, স্বচ্ছ ব্যালট বাক্স এবং নির্বাচনের দিন বিভিন্ন সড়কে বিশ্ববিদ্যালয়ের বাস বাড়ানোর দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিতে বেলা ৩টা ৪০ মিনিটে বাম ও স্বতন্ত্র প্রার্থীরা একসঙ্গে ভিসি কার্যালয়ে যান।
এ সময় প্রথমে কার্যালয়ের কলাপসিবল গেটে তাঁদের বাধা দেওয়া হয়।
প্রস্তুত হচ্ছে হাজী মুহম্মদ মুহসীন হলের ভোটকেন্দ্র
ফাঁকা মধুর ক্যানটিন
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্পেশাল বুথ তৈরি করা হচ্ছে
হাজী মুহম্মদ মুহসীন হলে সারিবদ্ধ ভোটকেন্দ্র
তৈরি হচ্ছে সূর্যসেন হলের ভোটকেন্দ্র
প্রস্তুতি প্রায় শেষ
ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে বাম ও স্বতন্ত্র প্রার্থীরা একযোগে কাজ করার এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থাকার অঙ্গীকার করেন।
সিনেট ভবনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিভিন্ন হলে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স ও ব্যালট পেপার।