যশোরের অভয়নগরে কোভিডে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর (৭৫) মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহামুদুর রহমান জানান, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় গত সোমবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল শুক্রবার তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়। প্রতিবেদনে জানা গেছে, তিনি করোনা পজিটিভ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল তাঁকে খুলনার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। আজ শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।