কেরানীগঞ্জে চ্যাম্পিয়ন আয়মনা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়

কেরানীগঞ্জে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন আয়মনা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ে বিতার্কিকদের হাতের শিরোপা তুলে দেওয়া হচ্ছে। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তন, ঢাকা। ছবি: প্রথম আলো
কেরানীগঞ্জে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন আয়মনা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ে বিতার্কিকদের হাতের শিরোপা তুলে দেওয়া হচ্ছে। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তন, ঢাকা। ছবি: প্রথম আলো

‘যোগ দাও যুক্তির মেলায়, করো যুক্তি দিয়ে বিশ্ব জয়’ স্লোগান সামনে রেখে শুক্রবার কেরানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব। দিনব্যাপী এ উৎসবে কেরানীগঞ্জের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিতার্কিকেরা উপস্থিত শিক্ষক–শিক্ষার্থী, অতিথি ও অভিভাবকদের যুক্তির জোয়ারে ভাসিয়েছে। বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে আয়মনা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়। দলটি ঢাকা অনুষ্ঠেয় প্রতিযোগিতায় অংশ নেবে।

কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সকাল ১০টায় বিতর্ক উৎসব শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। জাতীয় পতাকা তুলে উৎসবের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ার‌ম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শাহীন আহমেদ বলেন, ‘সৃজনশীল ও সৃষ্টিশীল মানুষ হিসেবে গড়তে হলে মানুষের মস্তিষ্ককে বিকশিত করতে হবে। তাই যুক্তির মাধ্যমে আমাদের মেধার চর্চা করতে হবে। শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠার জন্য এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা দরকার। বিতর্কচর্চা মানুষকে যুক্তিবাদী হতে শিক্ষা দেয়। তাই নতুন প্রজন্মকে যুক্তির মাধ্যমে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।’

বিতর্কের চ্যাম্পিয়ন আয়মনা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় ও রানার্সআপ কলাতিয়া উচ্চবিদ্যালয়ের বিতার্কিকেরা। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তন, ঢাকা। ছবি: প্রথম আলো

বিতর্কের চূড়ান্ত পর্বে আয়মনা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় ও কলাতিয়া উচ্চবিদ্যালয় অংশ নেয়। চূড়ান্ত পর্বের বিষয় ছিল, ‘জনসচেতনতাই পারে সড়কে শৃঙ্খলা ফেরাতে।’ বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হয় বিপক্ষ দল আয়মনা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক বিপক্ষ দলের নেতা তানজিলা আক্তার।

বিতর্কের ফাঁকে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয় কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আইরিন আক্তার, ফাহিমা আক্তার, সুরাইয়া আক্তার, অ্যালবার্ট্রস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জান্নাতুল রশীদ, তালেপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া আক্তার।

ফাইনাল বিতর্ক শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিতা সরকার, টিকে গ্রুপের রিজয়নাল সেলস ম্যানেজার রবিউল আজম, প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক রাশেদুল আলম রাসেল ও প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন রতন। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার রায়, সহকারী শিক্ষক অনামিকা দাস, প্রথম আলো বন্ধুসভা কেরানীগঞ্জ শাখার সভাপতি রিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ, যুবায়ের আহমেদ, শাকিল হোসেন প্রমুখ।

বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় শিরোপাজয়ীরা একসঙ্গে। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠ, ঢাকা। ছবি: প্রথম আলো

পুরো প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক ন্যাশনাল ডিবেট ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক রাশেদুল আলম রাসেল, বদরুনেসা কলেজের প্রভাষক তাহমিদা খানম বাপ্পী, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের উপদেষ্টা উত্তম রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক সুমন নোমান, রাইসা আহমেদ, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি নওরীন মোস্তফা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক খায়রুন্নাহার, বন্ধুসভা জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি শাকিল মাহবুব ও ঢাকা কলেজের বিতার্কিক সোহান।

বিতর্ক উৎসবে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে বরিশুর আঞ্চলিক উচ্চমাধ্যমিক বিদ্যালয়, অ্যালবার্ট্রস স্কুল অ্যান্ড কলেজ, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়, কলাতিয়া উচ্চবিদ্যালয়, তালেপুর আদর্শ উচ্চবিদ্যালয়, আয়মনা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, পারজোয়ার কালিন্দী বহুমুখী উচ্চবিদ্যালয়, শহীদ প্রেসিডেন্ট সোনাকান্দা উচ্চবিদ্যালয় ও আটি পাঁচদোনা উচ্চবিদ্যালয়। অংশগ্রহণকারী সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়েছে।

দেশের ৪০টি অঞ্চলে হবে বিতর্ক উৎসব। প্রতি জেলায় চ্যাম্পিয়ন বিতর্ক দল ঢাকায় জাতীয় স্কুল বিতর্ক উৎসবে অংশ নেবে। আঞ্চলিক পর্ব শেষে রাজধানী ঢাকায় আয়োজন করা হবে চূড়ান্ত পর্বের। বিতর্ক উৎসব সামনে রেখে ঢাকায় কর্মশালা আয়োজন করা হয়।