ঢাকার কেরানীগঞ্জে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্য রিয়াজ উদ্দিন সেপাইয়ের (৩৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আজ শনিবার তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৯ মে রাতে পূর্ব চড়াইল ক্লাবরোড এলাকা থেকে অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা রিয়াজকে আটক করে। আটকের পর গতকাল শুক্রবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় তাঁর নামে মামলা হয়। ওই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।
রিয়াজের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া থানার কাওলা জমিদার বাড়ি গ্রামে। তিনি কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব চড়াইল ক্লাবরোডে আবদুল মান্নানের বাড়িতে ভাড়া থাকতেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের রিয়াজকে আজ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরুর সত্যতা নিশ্চিত করেন।