বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল ইসলাম ও মহাসচিব পদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) কৃষি অর্থনীতি অনুষদের ডিন মুহাম্মদ কামরুজ্জামান নির্বাচিত হয়েছেন।
সমিতির ১৬তম জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে গত রোববার রাতে ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা হয়। কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি পদে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, সহসভাপতি পদে অতিরিক্ত সচিব মো. আব্দুল আজিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এএসএম গোলাম হাফিজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানুর রহমান কাজল, যুগ্ম মহাসচিব পদে কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদ ও মো. দেলওয়ার হোসেন, দপ্তর সম্পাদক পদে কৃষিবিদ গোবিন্দ কুমার, কোষাধ্যক্ষ পদে কৃষিবিদ মো. মুনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।
সদস্যদের মধ্যে রয়েছেন, পরিকল্পনা কমিশনের সদস্য মো. শামসুল আলম, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. আনোয়ারুল ইসলাম সিকদার, মো. আবুল কালাম আজাদ, মো. আবদুল আলিম, মুজিবুল হক চুন্নু প্রমুখ। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত সম্মেলনের সমাপনী বক্তব্যে কৃষি অর্থনীতিবিদ সমিতির বিদায়ী সভাপতি শামসুল আলম সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি