>খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বে উদাহরণ। এই অর্জনের নেপথ্যে যে কৃষক, কৃষিবিজ্ঞানী ও উদ্যোক্তাদের ভূমিকা, তাঁদের ‘তীর-প্রথম আলো কৃষি পুরস্কার’–এর মাধ্যমে সম্মাননা জানানো হয়েছে। আজ শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। কৃষির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আটজন কৃষককে পুরস্কৃত করা হয়। আর বিজ্ঞানী ও সংগঠক কাজী এম বদরুদ্দোজাকে দেওয়া হয় আজীবন সম্মাননা।