কৃষিতে অবদানের স্বীকৃতি পেলেন তাঁরা

>খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বে উদাহরণ। এই অর্জনের নেপথ্যে যে কৃষক, কৃষিবিজ্ঞানী ও উদ্যোক্তাদের ভূমিকা, তাঁদের ‘তীর-প্রথম আলো কৃষি পুরস্কার’–এর মাধ্যমে সম্মাননা জানানো হয়েছে। আজ শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। কৃষির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আটজন কৃষককে পুরস্কৃত করা হয়। আর বিজ্ঞানী ও সংগঠক কাজী এম বদরুদ্দোজাকে দেওয়া হয় আজীবন সম্মাননা।
তীর-প্রথম আলো কৃষি পুরস্কার অনুষ্ঠানে অতিথিরা
তীর-প্রথম আলো কৃষি পুরস্কার অনুষ্ঠানে অতিথিরা
এই আয়োজনে যোগ দেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান
গম্ভীরা পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান
কৃষিক্ষেত্রে বিজ্ঞানী ও সংগঠক কাজী এম বদরুদ্দোজার হাতে আজীবন সম্মাননা ক্রেস্ট তুলে দেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান
সেরা কৃষি উদ্ভাবনের পুরস্কার নেন রাজশাহীর নূর মোহাম্মদ (ডানে) ও সেরা কৃষি উদ্যোগ (ব্যক্তি) বান্দরবানের তোয়া ম্রো
পুরস্কার গ্রহণ করেন সেরা খামারি (গরু) ঈশ্বরদীর আমিরুল ইসলাম (ডানে) ও সেরা খামারি (পোলট্রি) কুষ্টিয়ার শাহিনুর রহমান
অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান
সেরা কৃষক (নারী) পুরস্কার পান যশোরের শাহানারা বেগম (বাঁয়ে) ও সেরা খামারি (মৎস্য) পুরস্কার নেন দাউদকান্দির আলী আহমেদ মিয়াজী
সেরা উদ্যান চাষির পুরস্কার গ্রহণ করেন পাবনার সাখাওয়াত হোসেন (বাঁয়ে) ও সেরা কৃষি উদ্যোগ (প্রতিষ্ঠান) পুরস্কার নেন আবু ইউসুফ, মাহফুজ মুনতাসির ও কামরুল হাসান
বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান
বক্তব্য দেন সিটি গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক জাফর উদ্দীন সিদ্দিকী
সংগীত পরিবেশনা করেন শিল্পী রথীন্দ্রনাথ রায়
বিচারকদের সঙ্গে পুরস্কারপ্রাপ্তদের ফটোসেশন