পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয় চত্বরে গত সোমবার বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে গান শুনিয়ে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দিত করলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। প্রধান শিক্ষক সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা শ¦র কুমার ঘোষ, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা জীবধন বর্মন, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। পরে এসএসসির ৯৮ ও জেএসসির ১০৮ জন কৃতী শিক্ষার্থীর হাতে পদক তুলেদেওয়া হয়।