বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়েই চলছে। শুক্রবারও দুই জেলায় বজ্রপাতে তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায় দুজনের মৃত্যু হয়। ফেনীর ফুলগাজীতে দুপুরের দিকে আরেকজন মারা গেছেন। এ নিয়ে আজ শুক্রবারসহ ১২ দিনে বজ্রপাতে সারা দেশে ১২৩ জন মারা গেলেন।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের আজিজুল হক (৪৯) বজ্রপাতে মারা যান। আজ শুক্রবার সকাল নয়টার দিকে জমিতে ধান কাটার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।
ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বাবু জানান, তাঁর ইউনিয়নের আবদুল আউয়াল (২৫) বৃহস্পতিবার দিবাগত রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, ফেনীর ফুলগাজীতে শুক্রবার দুপুরে বজ্রপাতে একজন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম তাহমিনা পারভিন (১২)। সে উপজেলার দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামে আবুল বাশারের মেয়ে। ঘরের ছাদে শুকাতে দেওয়া ধান আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয় তাহমিনা।