কুষ্টিয়ায় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত দুজন শনাক্ত হয়েছেন। আজ বুধবার সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
দুজনের মধ্যে একজনের (৩০) বাড়ি কুষ্টিয়া শহরে। অন্যজনের (৬৯) বাড়ি কুমারখালী উপজেলায়। দুজনই পুরুষ।
কুষ্টিয়ার সিভিল সার্জন প্রথম আলোকে বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস পরীক্ষার ল্যাব থেকে জানানো হয় যে কুষ্টিয়ার দুজনের করোনা শনাক্ত হয়েছে। তাঁরা বাড়িতেই আছেন। বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে নাকি হাসপাতালের আইসোলেশনে নেওয়া হবে, সেটা পরে জানানো হবে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, ওই দুই ব্যক্তির বাড়ির আশপাশ লকডাউন করা হবে।