কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে নারীসহ এক শিশুর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার বিকেল চারটায় মিরপুর রেলস্টেশন অদূরে এ দুর্ঘটনা ঘটে।
পোড়াদহ রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার শরিফুল ইসলাম বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পোড়াদহ স্টেশনে পৌঁছায়। এর আগে মিরপুর স্টেশন থেকে ছেড়ে আসার কিছু দূর পরেই ট্রেন লাইনের ওপর দুর্ঘটনার খবর পাওয়া যায়। এ সময় ট্রেনের ধাক্কায় দুজনই ঘটনাস্থলে মারা যায়। নিহত নারীর বয়স ৩৫ ও সন্তানের বয়স দুই বছর।
পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।