কুলাউড়ায় ফের ট্রেনের বগি লাইনচ্যুত

সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার সকাল ৮টা ৫৫ মিনিটে ট্রেনটি মৌলভীবাজারে কুলাউড়া জংশন রেলস্টেশনে ঢোকার সময় এ দুর্ঘটনা ঘটে। গতকাল শুক্রবার একই স্থানে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।

কুলাউড়া জংশন রেলস্টেশনের সহকারী মাস্টার মুহিবউদ্দিন আহমদ বলেন, ট্রেনটি এখন রেলস্টেশনে আটকা পড়েছে। দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারের কাজ চলছে। উদ্ধারের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেবে।

মুহিবউদ্দিন আহমদ বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আতঙ্কিত হয়ে অনেক যাত্রী ট্রেন থেকে লাফ দিয়ে বের হয়। রেলওয়ে সিলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পৌঁছেছেন। তাঁরা ঘটনা খতিয়ে দেখছেন।

আরও পড়ুন:
কুলাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত