কুমিল্লা জেলায় আজ শনিবার এক দিনে রেকর্ড ৬৩ জনের করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন দুজন। এ নিয়ে কুমিল্লায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫২৬–এ দাঁড়াল। এ পর্যন্ত এক নারীসহ মারা গেছেন ১৯ জন। সুস্থ হয়েছেন ৮৮ জন।
জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন আজ বিকেল চারটায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
মো. সাহাদাত হোসেন বলেন, এক দিনের ব্যবধানে কুমিল্লা জেলায় রেকর্ড রোগী শনাক্ত হলো। ২১ মে এক দিনে ৫৭ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া নাঙ্গলকোটে ১১ মে দুজন নারীর প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে গত ১২ দিনে ওই সংখ্যা দাঁড়াল ৪৬–এ। মৃত ব্যক্তিদের মধ্যে দেবীদ্বারে এক নারীসহ ৯ জন, মুরাদনগরে ৪ জন, চান্দিনায় ৩ জন ও কুমিল্লা সিটি করপোরেশনে একজন, আদর্শ সদর উপজেলায় একজন ও ব্রাহ্মণপাড়ায় একজন মারা গেছেন।
কুমিল্লায় গত ৯ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ১৫১ জন। গত ১৩ দিনে অর্থাৎ ২৩ মে (আজ শনিবার ) পর্যন্ত শনাক্ত হলেন ৩৭৫ জন।