কাগজি লেবু, পেয়ারা, লিচু, বাতাবি লেবু গুটি কলম করার জন্য উপযুক্ত সময় বর্ষাকাল। গাছের বয়স এক থেকে দুই বছর হলে গুটি কলম করতে হয়। ছবিতে দেখে নিন কীভাবে করবেন গুটি কলম।
লেবু গাছের ডালে গুটি কলম করছেন সুমন ইসলাম।কলম করতে গাছের ছাল চেঁছে ফেলা হচ্ছে। পরে সেখানে মাটি লাগিয়ে গুটি কলম করা হবে।ফলসহ গাছে গুটি কলম করা হয়।গাছের ডালে ডালে গুটি কলম করা হয়।কলম করা গাছে ধরেছে টাটকা লেবু।তিন সপ্তাহ পর ফলসহ ডাল কেটে অন্য জায়গায় রোপণ করা হবে।ফলসহ পেয়ারা গাছে গুটি কলমের জন্য ডালের ছাল তুলে ফেলা হচ্ছে।ডালে গুটি কলম করা হয়ে গেছে।