ভোলার লালমোহন থানার ফরাশগঞ্জ ইউনিয়নে গত রোববার এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরীর পরিবার জানায়, গত রোববার রাতে ওই কিশোরী বাড়িতে একা ছিল। এই সুযোগ নিয়ে পাশের বাড়ির বখাটে আবু তাহের কিশোরীকে ধর্ষণ করে। কিশোরীর মা বাড়ি ফিরে চিৎকার করলে ধর্ষক পালিয়ে যায়। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মিজানুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভোলা অফিস