সংক্ষেপ

কারখানায় আগুন

চট্টগ্রামের হালিশহর থানার মধ্যম রামপুর এলাকায় কাগজের কার্টন তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আলী সওদাগরের মালিকানাধীন এএনজে নামের ওই কারখানার প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রায় ১৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেছে।