পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া আবাসন প্রকল্পে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সানি মুন্সী (২৫) নামের এক বিদ্যুৎ–মিস্ত্রি মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পায়রা বন্দরের জন্য ভূমি অধিগ্রহণ করার ফলে যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্বাসনের জন্য আবাসনটি তৈরি করা হচ্ছে। মারা যাওয়া সানি মুন্সীর বাড়ি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে।
কলাপাড়া থানা সূত্রে জানা যায়, সানি মুন্সী মেরাউপাড়া আবাসনে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি পানির ট্যাংকির সামনে পড়ে ছিলেন। অন্য শ্রমিকেরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জে এইচ খান লেলিন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সানি মুন্সী মারা গেছেন।
কলাপাড়া থানার উপপরিদর্শক মো. আবুল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে।