কর্ণফুলীতে লেগুনার ধাক্কায় স্কুলছাত্রী আহত, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় লেগুনার চাপায় এক স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজবাজার এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। ছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় লেগুনার চাপায় এক স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজবাজার এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। ছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় লেগুনার চাপায় এক স্কুলছাত্রী আহত হয়েছে। আজ শনিবার সকাল পৌনে দশটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আড়াই ঘণ্টা অবরোধ করে শিক্ষার্থীরা।

প্রশাসনের সঙ্গে ছাত্রদের বৈঠকের পর বেলা পৌনে একটায় অবরোধ তুলে নেওয়া হয়। শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম ও পুলিশের এডিসি (বন্দর জোন) আরেফীন জুয়েল প্রমুখ। বৈঠকে গতিরোধক স্থাপন ও ট্রাফিক পুলিশ মোতায়েনসহ বিভিন্ন বিষয়ে কথা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কলেজবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় নাজমা আক্তার নামের নবম শ্রেণির ছাত্রীকে ধাক্কা দেয় শহরমুখী একটি লেগুনা। কিছুক্ষণ পরই ঘটনাস্থলের পাশের এজে চৌধুরী বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

কর্ণফুলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছবি: প্রথম আলো

আহত ছাত্রী নাজমা আক্তার উপজেলার শিকলবাহা ইউনিয়নের মো. ইবরাহীমের মেয়ে বলে জানা গেছে। ওই ছাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অবরোধের সময় কয়েকটি গাড়িতে ভাঙচুর চলে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।