করোনা আতঙ্ক ও জুমার নামাজ

করোনাভাইরাস প্রতিরোধে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ১০ দিনের সাধারণ ছুটির দ্বিতীয় দিন ছিল আজ শুক্রবার। করোনার সংক্রমণ ঠেকাতে জুমার নামাজের সুন্নত ও নফল নামাজ বাসায় আদায় করে ফরজ নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার অনুরোধ জানিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে হাত ধুয়ে নিচ্ছেন মুসল্লিরা। ছবি: হাসান রাজা
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে হাত ধুয়ে নিচ্ছেন মুসল্লিরা। ছবি: হাসান রাজা
হাতে গ্লাভস পরে মোনাজাতে অংশ নেন তাঁরা। ছবি: হাসান রাজা
বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। ছবি: হাসান রাজা
রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকা লকডাউন। তবে মসজিদে জুমার নামাজ আদায় করতে আসেন মুসল্লিরা। ছবি: দীপু মালাকার
হাইকোর্ট এলাকার মাজার মসজিদে জুমার নামাজ আদায় করতে যাচ্ছেন মুসল্লিরা। ছবি: দীপু মালাকার
সার্কিট হাউস রোডে জুমার নামাজের পর মুসল্লিদের ভিড়। ছবি: দীপু মালাকার
নামাজের পর অনেকেই ভিড় করে কেনাকাটায় ব্যস্ত। ছবি: দীপু মালাকার
নামাজে অনেকে শিশুকেও নিয়ে এসেছেন। ছবি: দীপু মালাকার
করোনা আতঙ্কের মধ্যেও শুক্রবার সিলেটের হজরত শাহ জালাল (র.)–এর দরগাহ মসজিদে জুমার নামাজে অংশ নিয়েছেন মুসল্লিরা। তবে মুসল্লিদের উপস্থিতি ছিল আগের চেয়ে কম। ছবি: আনিস মাহমুদ
সিলেটের হজরত শাহ জালাল (র.)–এর দরগাহ মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। ছবি: আনিস মাহমুদ