করোনাভাইরাসের সংক্রমণে আজ সোমবার সকালে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে একই হাসপাতালে গত শুক্র ও শনিবার মারা যাওয়া দুই নারী করোনা পজিটিভ ছিলেন। পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. কামরুজ্জামান বলেন, মারা যাওয়া ব্যক্তির বাড়ি সদর উপজেলায়। তাঁর বয়স ছিল ৬০ বছর। গত ২৭ জুলাই করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন এবং ওই দিনই তাঁর নমুনা সংগ্রহ করা হয়। দুদিন পর জানা যায়, তিনি করোনা পজিটিভ। আজ সকাল ছয়টায় তিনি কোভিড-১৯ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে করোনার উপসর্গ নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুই নারী করোনা পজিটিভ ছিলেন। তাঁদের মধ্যে ৭০ বছর বয়সী এক নারী শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে এবং অপরজন শনিবার সকাল ৬টা ২৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।