করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় পুলিশের ৬০ সদস্য মারা গেলেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশেরই (ডিএমপির) ২২ সদস্য রয়েছেন।
এই দুই পুলিশ সদস্যের একজন শুক্রবার বিকেলে ঝিনাইদহ শিশু হাসপাতালে মারা যান। অন্যজন মারা যান গত মঙ্গলবার ঢাকার সাভারের নিজ বাসায়।
শুক্রবার ঝিনাইদহে মারা যাওয়া পুলিশ সদস্যের নাম শরিফুল ইসলাম (৫৫)। তিনি ঝিনাইদহের সদর ফাঁড়ির শহর উপপরিদর্শক (এসআই) ছিলেন। ৯ জুলাই থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। মারা যাওয়া অন্য পুলিশ সদস্য হলেন আক্তার হোসেন (৫১)। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল অঞ্চলের ট্রাফিক কনস্টেবল ছিলেন।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসকের পরামর্শে ১৯ জুলাই থেকে আক্তার হোসেন নিজ বাসায় পাঁচ দিনের বিশ্রামে ছিলেন। সেখানের বেসরকারি একটি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করালে তাঁর ফল পজিটিভ আসে।
এসআই শরিফুলের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার বদনপুর গ্রামে। আর কনস্টেবল আক্তার হোসেনের বাড়ি দিনাজপুরের কোতোয়ালি থানার ঘুঘুডাঙ্গা গ্রামে।