করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালের অবেদনবিদ্যা বিভাগের পরামর্শক শাখাওয়াত হোসেন। আজ সোমবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ নিয়ে এখন পর্যন্ত মোট ২২ জন চিকিৎসক মারা গেলেন।
জানা গেছে, সপ্তাহ দুয়েক আগে শাখাওয়াত হোসেন কোভিড-১৯ এ আক্রান্ত হন। এরপর থেকেই তিনি এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিস্থিত সংকটজনক হওয়ায় তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস ব্যবস্থাপনায় (ভেন্টিলেশন) নেওয়া হয়। তারপরও বাঁচানো যায়নি তাঁকে।
গত ২৯ মে থেকে তিনি এ হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর)।
এফডিএসআর জানিয়েছে, আজ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২২ জন চিকিৎসক মারা গেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারানো প্রথম চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন। গত ১৫ এপ্রিল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান তিনি।