কত্ত বড় কাতলা!

কাপ্তাই হ্রদে কাতলা মাছটি ধরা পড়ে। ছবি: সুপ্রিয় চাকমা
কাপ্তাই হ্রদে কাতলা মাছটি ধরা পড়ে। ছবি: সুপ্রিয় চাকমা

রাঙামাটির কাপ্তাই হ্রদে বুধবার রাতে জেলেদের জালে বিশালাকৃতির এক কাতলা মাছ আটকা পড়ে।

পরদিন বৃহস্পতিবার সকালে জেলেদের কাছ থেকে মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী আবদুস শুক্কুর।

জেলেদের কাছ থেকে মাছটি কত টাকায় কেনেন ব্যবসায়ী শুক্কুর, তা জানাননি তিনি।

জেলেদের কাছ থেকে মাছটি কিনে মাছবাজারে আনেন এক মাছ ব্যবসায়ী। ছবি: সুপ্রিয় চাকমা

২৫ কেজি ওজনের কাতলা মাছটি গতকালই রাঙামাটি শহরের বনরূপা মাছবাজারে নিয়ে যান ব্যবসায়ী শুক্কুর।

মাছ ব্যবসায়ী শুক্কুর জানান, বনরূপা মাছবাজারে ২৫ হাজার টাকায় মাছটি বিক্রি করেন তিনি।