এ বছর রাষ্ট্রের খরচে হজযাত্রী ২৫৪ জন

 ফাইল ছবি: রয়টার্স

এ বছর রাষ্ট্রের খরচে হজে যাচ্ছেন ২৫৪ জন। সরকারঘোষিত প্যাকেজ-২–এ মূল্যের সুযোগ–সুবিধা দিয়ে (প্লেন ভাড়া ছাড়া) তাঁদের হজে পাঠানো হচ্ছে। গতকাল রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রীয় খরচে হজপালনকারী প্রত্যেককে বিমানের টিকিট বাবদ ১ লাখ ৪০ হাজার টাকা পে-অর্ডার করে জমা দিতে হবে। পে-অর্ডার জমা না দিলে তাঁর ভিসা প্রক্রিয়া স্থগিত থাকবে। এ ছাড়া তাঁদের সম্ভাব্য ফ্লাইট ৭ জুলাইয়ের পর থেকে পরিচালিত হবে।

হজযাত্রীদের আবশ্যিকভাবে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ই-হেলথ সনদ নিতে হবে। তাঁদের পাসপোর্টের মেয়াদ ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে।

রাষ্ট্রীয় খরচে হজ পালনকারী প্রত্যেক হজযাত্রীকে কোরবানির খরচ বাবদ আনুমানিক ৮১০ সৌদি রিয়াল পৃথকভাবে সঙ্গে নিতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ পালিত হওয়ার কথা। এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন পবিত্র হজে যেতে পারবেন।

*রাষ্ট্রের খরচে হজযাত্রীদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে