এ আরেক ফাল্গুন!

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

ফাগুন মাস যেন অচেনা রূপ ধারণ করেছে। কখনো বৃষ্টি ঝরছে, কখনোবা শীতের ছোঁয়া। রোদ এই আছে, এই নেই। কদিন ধরে প্রকৃতিতে চলছে বৃষ্টি আর শীতের এই লুকোচুরি।

আজ মঙ্গলবারও সেই একই অবস্থা। মধ্যরাত থেকে বৃষ্টি আর বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর ছাড়া দেশের সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। গতকাল সোমবার রাত থেকে আজ ভোর ছয়টার আগে পর্যন্ত যশোরে বৃষ্টি হয়েছে ৩৩ মিলিমিটার। রাজধানী ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল এক মিলিমিটার। বৃষ্টির রেশ আজ ও আগামীকালও থাকবে।

ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরে দুই নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্য এলাকাগুলোতে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকা পর্যন্ত বিরাজ করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।