এনবিআরেই থাকছেন রহমাতুল মুনিম, স্বরাষ্ট্রে যাচ্ছেন আখতার হোসেন

আবু হেনা মো. রহমাতুল মুনিম ও মো. আখতার হোসেন
আবু হেনা মো. রহমাতুল মুনিম ও মো. আখতার হোসেন

চুক্তিতে থাকা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম একই পদে চুক্তিতে থাকছেন আরও দুই বছর। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন। এ ছাড়া তিনজন সচিবকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব (সিনিয়র সচিব) এবং একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব তথ্য জানানো হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে আগের চুক্তির ধারাবাহিকতায় আগামী ৬ জানুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আর জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনকে বদলির মাধ্যমে তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব করা হয়েছে। এই বিভাগের বর্তমান জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন অবসরে যাচ্ছেন।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলির আদেশ হয়েছে) মো. মাহবুব হোসেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব (সিনিয়র সচিব) করা হয়েছে। আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়াসচিব করা হয়েছে।